জ্যাকলিন গমেজ কে আর্থিক সহযোগীতা

সন্মানিত সুধীবৃন্দ,

আন্তরীক শুভেচ্ছা ও নমস্কার নিবেন। অল্প সময়ের মধ্যেও যারা জ্যাকলিন গমেজ কে আর্থিক সহযোগীতা করে এ মহৎ কাজে অংশীদার হয়েছেন, অন্যের সেবায় এগিয়ে এসে অত্র সংগঠনের প্রথম সাফল্যে অবদান রেখেছেন সংগঠনের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরীক কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সেই সাথে মানবতার ডাকে সারা দিয়ে আজকে যারা এগিয়ে এসেছেন পিতা ঈশ্বর যেন তাদের ভান্ডার পরিপূর্ণ রাখেন এই প্রার্থনা করি।

যারা এ মহতি কাজে সহায়তা করেছেন:
১. মিসেস. হেনরী ডি. কস্তা
২. মি. অজিত রোজারিও
৩. মি. সনেট পি. রোজারিও
৪. মিসেস ভারতী রোজারিও
৫. মি. রঞ্জন কোড়াইয়া
৬. মি. শংকর ভাষ্কর পালমা
৭. মি. ইয়েন ফেরনান্দেস
৮. মিসেস. সুচিত্রা রোজারিও ( ফ্লোরেন্স)

আপনাদের সর্বাঙ্গীন মংগল কামনা করি।

(বাংলাদেশী মোট =৩০,৫০০ টাকা)

ধন্যবাদ ও কৃতজ্ঞতায়-

শংকর ভাষ্কর পালমা
সভাপতি
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ইউরোপ

Leave a Reply

error: Content is protected !!