প্রথম প্রকাশনা উপ কমিটি
বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন ইউরোপ

বিষয়: শুভেচ্ছা বিজ্ঞাপন প্রসংগে।

প্রিয় বোর্ড মেম্বারগন,
সাংগঠনিক প্রীতি ও শুভেচ্ছা নিবেন।

অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, বড়দিন উপলক্ষ্যে আমাদের সংগঠনের পক্ষে প্রথম প্রকাশনা প্রকাশ করতে যাচ্ছে ।

বিগত সভার সিদ্ধান্ত অনুযায়ী প্রত্যেক বোর্ড সদস্য নিজস্ব একটি করে শুভেচ্ছা বিজ্ঞাপন সহ আরো ( সাধ্যানুযায়ী) বিজ্ঞাপন সংগ্রহ করার। নিম্নে বিজ্ঞাপনের মুল্য দেয়া হলো।

বিজ্ঞাপন মুল্য:
_______________
১। ইনার ফুল পেজ = ১০,০০০
২। হাফ পেজ = ৬,০০০
৩। কোয়ার্টার পেজ = ৩.০০০
( কোয়ার্টার পেজ শুধু মাত্র জনসাধারনের জন্য উন্মুক্ত। বোর্ড মেম্বারদের জন্য নয়)
৪। ব্যাক পেজ ফুল= ৩০,০০০
৫। ব্যাক পেজ ইনার= ২০.০০০

# ফ্রন্ট পেজে ( সামনের /উপরের কভার পেজ)সংগঠনের প্রথম প্রকাশনা প্রচ্ছদ।
# ফ্রন্ট ইনার পেজে ( সামনের ভিতরের পেজ) সংগঠনের সকল বোর্ড মেম্বারদের ছবি থাকবে।
আপনাদের সকলের সর্বাত্মক সহযোগীতা কামনা করছি।

ধন্যবাদান্তে
ভিক্টর শেখর রোজারিও
আহবায়ক
বা.খ্রি.এ.ই

সুচিত্রা তেরেজা রোজারিও
সচিব, বা.খ্রি.এ.ই

বি:দ্র: ১.সকল বোর্ড মেম্বারদের ১ কপি রংগীন ছবি প্রস্তুত রাখার অনুরোধ করা হচ্ছে।

Leave a Reply

error: Content is protected !!