বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রথম কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও বার্ষিক পরিকল্পনা সভা ২০২৩ খ্রিস্টাব্দ
বিগত ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রথম কার্যকরী পরিষদের শপথ গ্রহণ ও বার্ষিক পরিকল্পনা সভা ২০২৩ খ্রিস্টাব্দ।
২৫ ফেব্রুয়ারি ২০২৩ রোজ শনিবার বিকেল ৭ ঘটিকায় বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের কার্যকরী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুচিত্রা তেরেসা রোজারিও’র প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠনের সূচনা হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত কার্যকরী পরিষদের সদস্য, উপদেষ্টাগন ও উপস্থিত সকলে নিজ নিজ পরিচয় প্রদান করেন। পরিচিতি পর্বের পরে শুরু হয় বার্ষিক কর্ম পরিকল্পনা ও আলোচনা সভা। এসোসিয়েশন এর প্রতিষ্ঠাকাল থেকে বিগত ছয় মাসের সম্পাদিত কার্যক্রম নিয়ে পর্যালোচনা ও চলতি বছরের কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়। অতঃপর রাতের আহারের মাধ্যমে প্রথম দিনের সমাপ্তি হয়।
২৬ ফেব্রুয়ারি রোজ রবিবার সকাল ৯:৩০ ঘটিকায় সভাপতি মি. শংকর ভাস্কর পালমা ও সন্মানিত উপদেষ্টা মি. এডওয়ার্ড গমেজ এর নেতৃত্বে ফ্রান্সের তুলুজে বাঙ্গালী কমিউনিটি কর্তৃক নির্মিত শহীদ মিনারে সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ এর মাধ্যমে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন। তুলুজে অবস্থানরত প্রবাসী বাংলাদেশী খ্রীস্টভক্তদের জন্য পবিত্র খ্রীস্টযাগ উৎসগ করেন বাংলাদেশ থেকে আগত ফাদার লেনার্ড শংকর রোজারিও। মধ্যাহ্ন ভোজের পরে বিকেল ৩:০০ ঘটিকায় সুচিত্রা তেরেজা রোজারিও এর সঞ্চালনায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আয়োজক কমিটির আহবায়ক মি. কেন্টন হেনরী কস্তা। সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় পালপুরহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব ফকরুল আকম সেলিম, প্রেসিডেন্ট বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন তুলুজ, অললাইনে বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনা সহ উৎসাহমুলক বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন এর সম্মানিত প্রেসিডেন্ট মি. নির্মল রোজারিও। সাংগঠনিক বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মি.অনুপ এইচ রোজারিও, বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মি. সনেট পি, রোজারিও। বোর্ড মেম্বারদের মোমবাতি প্রজ্জলন সহ শপথ বাক্য পাঠ করান সংগঠন গঠন পূর্ব এড-হক কমিটির আহবায়ক মি. কমল চার্লস রোজারিও।
অতঃপর মি. শেখর ভিক্টর রোজারিওর সার্বিক সহযোগিতায় ক্যামিয়া, অনিক, রেমন্ড, জেইন, টুইংকেল ও তাদের দলের অন্যন্যদের অংশগ্রহন এর মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। পরিশেষে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর সম্মানিত সভাপতি মি. শংকর ভাস্কর পালমা শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শপথ গ্রহণ ও বার্ষিক পরিকল্পনা সভা ২০২৩ এর সমাপ্তি ঘোষনা করেন।
উল্লেখ্য, ২১ আগষ্ট ২০২২ খ্রিস্টাব্দে, সমগ্র ইউরোপ মহাদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশী খ্রিস্ট ভক্তদের মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ব তথা পারস্পরিক সুসম্পর্ক গড়ে তুলে নিজ দেশের ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি ভবিষ্যত প্রজন্মের মধ্যে তা লালন করার লক্ষ্যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত নেতৃবৃন্দের সমন্বয়ে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রতিষ্ঠা হয়।
আহবায়ক কমিটিতে ছিলেন- মি. কেন্টন হেনরী কস্তা (আহবায়ক) – মি. অনুপ এইচ রোজারিও (সচিব)- মি.মার্ক কস্তা(ট্রেজারার)- মি. ভিক্টর শেখর রোজারিও (সদস্য)- মি. সনেট পি রোজারিও (সদস্য)- মি. ববি যোসেফ পেরেরা ( তথ্য) – মি. বিকাশ পিউরীফিকেশন (সদস্য) – মি. বিমল গমেজ (সদস্য)