কার্যকরী পরিষদ ২০২৪-২০২৬
সন্মানিত সুধী,
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই।
অতি আনন্দের সাথে জানাচ্ছি যে bcae ৩য় বর্ষে পদার্পণ করে দ্বিতীয় মেয়াদে সুন্দর গ্রহণ যোগ্য ভাবে ইউরোপ মহাদেশর বিভিন্ন দেশ থেকে যোগ্য ও নিষ্ঠাবান প্রবীন – নবীন প্রতিনিধির সংমিশ্রণে একটি যুগপোযোগী কার্যকরী পরিষদ (২০২৪- ২০২৬) তৈরী করতে সক্ষম হয়েছে।
প্রথমেই ধন্যবাদ জানাই পিতা ঈশ্বরকে যিনি আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ১৭ আগষ্ট ২০২৪ এর AGM হাউজ থেকে মনোনীত ৫ সদস্য বিশিষ্ট বিজ্ঞ নির্বাচন কমিশনারগণকে একটা সঠিক পদ্ধতি এবং সিদ্ধান্তের মাধ্যমে বিগত ১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে bcae এর কার্যকরী পরিষদ এর অংশগ্রহণ এর মাধ্যমে অনলাইন ভিত্তিক নির্বাচন এর আয়োজন করার জন্য।
ধন্যবাদ জানাই প্রতিষ্ঠাকালীন এবং bcae এর প্রথম সভাপতি মি. শংকর ভাস্কর পালমাকে। যিনি দ্বিতীয় বারের মতো প্রেসিডেন্টে থাকার অফার পেয়েও নুতন নেতৃত্বের বিকাশ ঘটিয়ে নুতন দের সুযোগ করে দিয়েছেন।
ধন্যবাদ জানাই bcae এর নুতন কার্যকরী পরিষদ এর সকল সদস্যদের যারা স্বেচ্ছায় – অলাভজনক একটি এসোসিয়েশন এর মূল্যবান অংশীদ্বারিত্বের মাধ্যমে সমাজ সেবার দ্বায়িত্ব নিয়েছেন।
সবশেষে ধন্যবাদ জানাই bcae এর নুতন সন্মানিত উপদেষ্টা পরিষদকে। বিগত বছরে আমরা যাদের সুপরামর্শ এবং সরাসরি অংশগ্রহণের মাধ্যমে আমাদের লক্ষ্য অর্জন করতে পেরেছি। এবছরও আমরা পুরাতন এবং নুতন এর সংমিশ্রণে উপদেষ্টা পরিষদ গঠন করতে পেরে সত্যিই আনন্দিত।
পরিশেষে bcae এর সকল শুভাকাঙ্ক্ষী বাংলাদেশসহ সারা বিশ্ব ব্যাপী সবাইকে ধন্যবাদ জানাই যারা বিভিন্ন সময় আমাদের সাথে ছিলেন, আমাদেরকে অনুপ্রাণিত করেছেন। বিশেষ করে bcae একমাত্র মূখপত্র ” সংযোগ” এ লেখা, বিজ্ঞাপন, পরামর্শ, সুপ্রিয় পাঠক এবং সকল শুভাকাঙ্ক্ষীদের।
আশা করি আপনাদের সকলের সক্রিয় অংশ গ্রহন bcae এর লক্ষ্য অর্জনে সহায়ক হবে।
ধন্যবাদান্তে,
সুচিত্রা তেরেজা রোজারিও
সভাপতি, bcae