বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রথম বর্ষপূর্তি ও মিলনমেলা
বিপুল উৎসাহ – উদ্দ্বীপনার মধ্য দিয়ে ১৮-১৯ আগস্ট ২০২৩ দুই দিন ব্যাপি বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রথম বর্ষপূর্তি ও মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেলো ইতালির বলোনীয়া শহরে। সমগ্র ইউরোপ মহাদেশে বসবাস রত খ্রিষ্ট ভক্তদের মধ্যে একতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে নিজ দেশের কৃষ্টি – সংস্কৃতি, মুল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরে তা চলমান রাখার উদ্দেশ্যে গত ২১ আগস্ট ২০২২ খ্রিস্টাব্দে সংগঠনটি যাত্রা শুরু করে। এই মহেন্দ্র ক্ষণে ইউরোপ এর বিভিন্ন প্রান্ত থেকে যেমন সুইডেন, জার্মান, ইউকে, ফ্রান্স ও ইতালির বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দের পদচারণে বলোনীয়াতে এক আনন্দ- উৎসব মুখর পরিবেশ বিরাজিত ছিলো সর্বত্র।
অনুষ্ঠানের প্রথম দিন সুচনা হয় বাংলাদেশ থেকে আগত শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এর প্রার্থনার মাধ্যমে। ইউরোপ এর বিভিন্ন প্রান্ত থেকে আগত অতিথিবৃন্দগণের মধ্যে মত বিনিময় ও পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। দুই দিন ব্যাপি এই অনুষ্ঠানের উদ্ধোধন করেন বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশনের সন্মানিত সভাপতি মি. শংকর ভাস্কর পালমা।
১৯ আগস্ট শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু এর পবিত্র খ্রিষ্টযাগ উৎসর্গ এর মাধ্যমে দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়।
শ্রদ্ধেয় ফাদার টুয়েজ বি. নকরেক এর পরিচালনায় গানে ছিলেন SMRA সম্প্রদায়ের সিস্টার ক্লোটিল্ডা, সিস্টার সুমা ও সিস্টার জেনেট এবং উপস্থিত খ্রিষ্টভক্তগন। ১৯ আগষ্ট, ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু র যাজকীয় জীবনে প্রবেশের ১৮তম বার্ষিকী এবং বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর প্রেসিডেন্ট মি. শংকর ভাস্কর পালমা র জন্মদিন উপলক্ষে দুইজনকে ফুল দিয়ে সম্বর্ধনা জানানো হয়।
অতপর মধ্যাহ্ন ভোজ ও বিরতির পর মিসেস ডালিয়া গমেজ ও সনেট পি. রোজারিও এর যৌথ সঞ্চালনায় বলোনীয়া, ফ্লোরেন্স ও রোম থেকে আগত খ্রিস্টভক্ত দের পরিবেশনায় জাতীয় সংগীত এবং দেশাত্ববোধক গান দিয়ে শুরু হয় দ্বিতীয় অধিবেশন। পরিবেশনায় ছিলেন সাবরিনা মমতাজ মমো,পলাশ ধর ( তবলায়) সুচিত্রা গমেজ, জেনী,শম্পা,জ্যাকলিন, সুচিত্রা তেরেজা, শশী, এনি, ডালিয়া,শ্যামলী, সারা, বিনা মধু, মালা, মিলন, শেইনী, সুপ্তা সহ আরও অনেকে। এরপর শুরু হয় আলোচনা সভা। সভাপতিত্ব করেন সংগঠন এর সন্মানিত প্রেসিডেন্ট মি. শংকর ভাস্কর পালমা। প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু।
জয়েন্ট সেক্রেটারী সুচিত্রা তেরেজা রোজারিও সাংগঠনিক বক্তব্য এবং বিগত এক বছরের সংগঠন এর অর্জন তুলে ধরে বলেন
– বিজয় দিবস, বড়দিন ও নববর্ষ উপলক্ষে ” সংযোগ” নামে ম্যাগাজিন প্রকাশ।
– প্রচন্ড শীতে প্রত্যন্ত অঞ্চলে কম্বল বিতরন।
– গরীব – অসহায় অসুস্থদের চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান।
– আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন।
প্রধান অতিথি শ্রদ্ধেয় ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু সংগঠন এর মুল ভিত্তি সহ লক্ষ্য, উদ্দেশ্য তুলে ধরেন। তিনি সকলকে একতা ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একে অন্যের পাশে থাকার আহবান জানান।
তাছাড়া সংগঠন এর সন্মানিত উপদেষ্টা মিসেস সুচিত্রা গমেজ, মি. আলেক রোজারিও ( ফ্রান্স), মি. ব্রাইন ডায়েস ( সুইডেন), মি. অজিত রোজারিও, মি. লিটু বৈরাগী, সিনিয়র সভাপতি মি সনেট পি. রোজারিও প্রমুখ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি.এডওয়ার্ড গমেজ,( জার্মান) শ্রদ্ধেয় ফাদার টুয়েজ বি. নকরেক, মি. প্রদ্বীপ কস্তা uk, মি. অনুপ গমেজ, সাবেক সভাপতি, পাদ্রে পিও সমবায় সমিতি, বলোনীয়া।
এর পর জাসিন্তা লাবন্য রোজারিও এবং আন্তনীয়া শশী রোজারিও এর মন-মাতানো উপস্থাপনায় শুরু হয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা। ছোট ও কিশোর কিশোরীদের অংশগ্রন ছিলো প্রাণবন্ত। পিও পিটার , আরিয়ানা,
মারিনা ,অর্না ও অন্তি, মোহনা, নির্ঝরা, নিশুয়া সহ আরও অনেকে। তাছাড়া
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার এর নিয়মিত শিল্পী সাবরিনা মমতাজ মমো এবং স্থানীয় শিল্পীদের হৃদয় ছোয়া পরিবেশনা উপস্থিত দর্শক -শ্রোতাদের মুগ্ধ করে অরডিয়েন্সকে যেন একখন্ড বাংলাদেশে উপহার দিয়েছে।
সবশেষে বিশেষ আকর্ষণ ছিলো রিফেল ড্র। প্রথম প্রাইজ পেয়েছেন বিশিষ্ট তবলাবাদক মি. পলাশ ধর।
কেক কাটা ও রাতের আহার গ্রহনের মধ্য দিয়ে সমাপ্তি হয় দুইদিন ব্যাপি এই অনুষ্ঠানের।
২দিন ব্যাপী এ মহতি অনুষ্ঠানে সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় ছিলেন-
সুচিত্রা গমেজ, অজিত রোজারিও, রঞ্জন কোড়াইয়া, সনেট পি. রোজারিও, শংকর ভাস্কর পালমা, ডালিয়া গমেজ, জ্যাকলিন পালমা, জনি গমেজ, প্রদ্বীপ কস্তা, অনুপ গমেজ, ইয়েন ফারনান্ড্রেস, শম্পা আলোইশিয়াস, জেনী এম রোজারিও, ফ্রান্সিস কস্তা, রঞ্জন গমেজ ( ফিরেঞ্জ),রীমা ভাবী
এবং
বলোনীয়া খ্রিষ্ট ভক্তগণ
সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
রিপোর্ট সংরক্ষণে-
সুচিত্রা তেরেজা রোজারিও
জয়েন্ট সেক্রেটারী
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন,ইউরোপ