বার্ষিক রিপোর্ট ২০২২-২০২৩
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ
বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ গত ২১ আগস্ট ২০২২ এ যাত্রা শুরু করে। হাটি হাটি পা পা করে সফলতার সংগে এক বছর অতিক্রম করছে। অল্প সময়েও আমরা চেস্টা করেছি ভালো ও গ্রহণ যোগ্যমুলক কিছু করার জন্য। সকলের অংশগ্রহনের মাধ্যমে আমাদের সমাজকে কিছু উপহার দেয়ার জন্য, জনগণের পাশে থাকার জন্য। আমাদের শুরুটা শুরু হয় শুন্য থেকে। অলাভজনক সেবা মুলক সংস্থা তথা সংগঠন হলেও আমাদের বোর্ড মেম্বারদের ব্যাক্তিগত উদ্যোগে আমারা চেস্টা করেছি জনসাধারণের পাশে দাড়াতে এবং আমাদের সংগঠন এর পক্ষে প্রথম প্রকাশনার আত্ম প্রকাশ ঘটাতে। যেখানে অনেক নুতন লেখকদের স্থান রয়েছে যার ফলে তাদের আত্ম বিশ্বাস বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে আমাদের খ্রিস্টান সন্মানিত লেখকদের মুল্যবান / শিক্ষনীয় লেখা বাংলাদেশসহ প্রবাসীদের হাতে তুলে দিতে পেরেছি।
একনজরে আমাদের সংগঠন এর একবছরের Achievment শেয়ার করছি।
১. ওয়েবসাইট (www.bcae.eu) ও লগো তৈরী সম্পন্ন।
২. বড়দিন, বিজয় দিবস ও নববর্ষ উপলক্ষে ” সংযোগ” প্রকাশনা প্রকাশ।
৩. প্রত্যন্ত এলাকার হত- দরিদ্র গোষ্ঠীর মধ্যে জানুয়ারী ২০২৩ শীতকালীন কম্বল বিতরন।
৪. আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উদযাপন ও এ উপলক্ষে ২৫ ফেব্রুয়ারী ২০২৩ তুলুজে অবস্থিত শহীদ মিনারে পুস্প স্তবক অর্পনসহ
৫. বোর্ড মেম্বারদের শপথ গ্রহন ও সংগঠন এর ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন ও মিলনমেলা অনুষ্ঠান ২৫-২৬ ফেব্রুয়ারী ২০২৩ ফ্রান্সের তুলুজেআয়োজন ও সম্পন্ন করা।
৬. ইউরোপ মহাদেশ থেকে আগত নেতৃবৃন্দ দের নিয়ে ২৬ ফেব্রুয়ারী ২০২৩ লূরদ নগরী ভিজিট করার আয়োজন করা।
৭. ২জনঁ অসুস্থ ব্যক্তিকে সংগঠন এর উদ্যোগে বোর্ড মেম্বারদের কাছ থেকে ব্যক্তিগত অনুদান সংগ্রহ করে আর্থিক সহায়তা প্রদান।
৮. মাসিক সভা চলমান রাখা।
৯. সংগঠন এর ১ম বার্ষিক সাধারণ সভা ও মিলনমেল ১৮-১৯ আগস্ট ২০২৩ ( বলনীয়ায়) আয়োজন করা।
সকলকে ধন্যবাদ জানাই সহযোগিতা করার জন্য।
—– সুচিত্রা তেরেজা রোজারিও
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক
BCAE