রোমে বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইউরোপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত
মিল্টন কস্তা:
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ইতালির রাজধানী রোম শহরে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন, ইউরোপ’ এর প্রথম সাধারণ সভা। বহু প্রতীক্ষার পর বাস্তবায়িত হল ইউরোপ মহাদেশে বসবাসরত বাজ্ঞালী খ্রিষ্টভক্তদের একটি লালিত স্বপ্ন।
গত ২১ আগস্ট ২০২২ খ্রিষ্টাব্দে ইতালির রোম শহরে অনুষ্ঠিত হলো বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন’ ইউরোপ’ এর প্রথম সাধারণ সভা। বিগত নব্বই দশক থেকে ইউরোপ মহাদেশে বসবাসরত খ্রিষ্টভক্তদের একটি লালিত স্বপ্ন ছিল সকলকে এক ছাতার নিচে একত্রিত করে নিজ দেশের কৃষ্টি, সংস্কৃতি, ধর্মীয়, সামাজিক মুল্যবোধ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরা এবং সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করে তা চলমান রাখা। ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত খ্রিষ্টভক্তদের অংশগ্রহণে পবিত্র খ্রিষ্টযাগের মধ্যে দিয়ে সারাদিনব্যাপি ঐতিহাসিক এই সভার যাত্রা শুরু হয়। মধ্যাহ্ন ভোজের পর উপস্থিত অতিথিবৃন্দ তাদের মুল্যবান বক্তব্য প্রদান করেন। এই সময় স্বপ্নবাজ, সাদা মনের মানুষ যাঁদের চিন্তার ফসল আজকের এই এসোসিয়েশন তাঁদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়; এঁদের মধ্যে বাংলাদেশ খ্রিষ্টান সমাজের রাজনৈতিক ও সামাজিক নেতা হেনরী ডি. কস্তা, প্রয়াত গডফ্রে পরিমল, প্রয়াত বাবলু কোড়াইয়া, প্রয়াত চন্দন রোজারিও মিঃ রঞ্জিত রোজারিও, মিঃ আলেক্স রোজারিও, প্রমুখ। অতঃপর, উপস্থিত সকলের প্রস্তাব ও মতামতের ভিত্তিতে মি. শংকর ভাষ্কর পালমা কে সভাপতি এবং মিঃ মিল্টন কস্তাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয় l নতুন এই কার্যনিবাহী কমিটির অন্যান্য সদস্যগণ হলেন: মিঃ সনেট পি, রোজারিও সিনিয়র সহ-সভাপতি; মিঃ জুড মার্ক রোজারিও সহ-সভাপতি; মিঃ ভিক্টর শেখর রোজারিও সহ-সভাপতি; মিঃ সনেট ম্যানুয়েল ডি’কস্তা সহ-সভাপতি; মিসেস সুচিত্রা তেরেজা রোজারিও সিনিয়র যুগ্ম সম্পাদক; মিঃ রোনাল্ড রিবেরু যুগ্ম সম্পাদক; অনুপ হিউবার্ট রোজারিও সাংগঠনিক সম্পাদক; মিঃ চয়ন কস্তা সহ-সাংগঠনিক সম্পাদক; মিঃ মার্ক কস্তা কোষাধ্যক্ষ; মিসেস ম্যাগদালিনা গনসালভেস সহ-কোষাদক্ষ; মিঃ শাওন মাইকেল কস্তা সহ-কোষাদক্ষ; মিঃ রিকি স্ট্যানলি ডি’ক্রুজ শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক; ক্যারল সমদ্দার সহ-শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক; রিপা রোজারিও সাংস্কৃতিক সম্পাদক; মিঃ বিমল কোড়াইয়া সহ-সাংস্কৃতিক সম্পাদক; মিঃ রঞ্জন কোড়াইয়া- আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক; মিঃ উজ্জ্বল রোজারিও- ধর্মীয় সম্পাদক; অনল ক্লেমেন্ট গোমেজ- সহ-ধর্মীয় সম্পাদক; মিঃ এলভিস কস্তা- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক; মিঃ রান্টু গমেজ- সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক; মিঃ কল্যাণ কোড়াইয়া- দপ্তর সম্পাদক; মিঃ এরিক ডিয়েন- সহ-দপ্তর সম্পাদক; মিঃ বিকাশ পিউরিফিকেশন -ক্রীড়া সম্পাদক; মিঃ পাপ্পু গমেজ- সহ-ক্রীড়া সম্পাদক; মিঃ ববি যোসেফ পেরেরা -প্রচার সম্পাদক; মিঃ নিক্কন কস্তা -সহ-প্রচার সম্পাদক মিঃ ফ্রান্সিস অনিক কস্তা নির্বাচিত সদস্য মিঃ ইয়েন আর্নেস্ট ফার্নান্দেজ নির্বাচিত সদস্য; জিসান পালমা নির্বাচিত সদস্য। উপদেষ্টা পরিষদ মিসেস হেনরী ডি’কস্তা, মিঃ এডওয়ার্ড গমেজ, মিঃ আলেক্স রোজারিও, মিঃ কমল চার্লস রোজারিও, মিঃ অজিত রোজারিও, মিঃ ব্রাইন ডিয়ায, মিঃ দীপক রোজারিও, মিঃ জীবন পিরিচ, মিঃ কেন্টন হেনরী কস্তা, মিঃ লিটু বৈরাগী।
সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় ‘বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন’ ইউরোপ এর প্রথম সাধারণ সভা।