আপনার ”Alma Mater” কে?
লিখেছেন- রিকি ষ্টেনলী ডি ক্রুজ ও সুচিত্রা তেরেজা রোজারিও
”Alma Mater” কি? কোথা থেকে এল এ নাম?
ল্যাটিন ভাষায় ”Alma Mater” যার অর্থ “আমার শিক্ষার লালনপালনকারী মা” বা ”মাতৃশিক্ষায়তন”, যার কাছে থেকে আমরা জীবন ধারনের জন্য জ্ঞান আহরন করি এবং যিনি আমাদের জীবনে, চরিত্রে, অভ্যাসে একটি দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করেন। এই নামের উৎপত্তি, ইতালির বলনিয়া শহরের “বলনিয়া বিশ্ববিদ্যালয় (Alma Mater Studiorum – Università di Bologna)” এর নাম থেকে যা পশ্চিমা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়। এটি প্রতিষ্ঠিত হয় ১০৮৮ খ্রিস্টাব্দে । এই শব্দ এখন একটি প্রসিদ্ধ শব্দ যা যে কেউ তাদের স্কুল/কলেজ/ বিশ্ববিদ্যালয় কে ”Alma Mater” হিসাবে উল্লেখ করতে পারে। যেমন, আপনি যদি ”Notre Dame College” এ পড়াশোনা করে থাকেন তাহলে আপনি বলতে পারেন, ”Notre Dame College is my Alma Mater”।
"বলনিয়া বিশ্ববিদ্যালয়" এর প্রসিদ্ধ শিক্ষার্থীরা
এই বিশ্ববিদ্যালয় থেকে লেখাপড়া করে বের হয়েছেন অনেক গুণীজন। তাদের মধ্য থেকে কয়েক জনের নাম উল্লেখ করা যেতে পারে যেমন, ডান্টে আলিঘিয়েরি: ইতালীয় সাহিত্যের একজন মহাকবি, নিকোলাস কোপারনিকাস: তার পরিকল্পনা “হেলিওসেন্ট্রিক” থিউরির কমিয়ান্ডের মাধ্যমে, পৃথিবীর প্রাথমিক অবস্থানের নির্ধারণ করেন, সারাস্বাতি পারাচুর: ইতালীয় ফিলসফার এবং বিজ্ঞানী, ও তাদের মধ্যে অন্যতম ১৯০৯ সালে রেডিও আবিস্কারের জন্য নোবেল বিজয়ী বিজ্ঞানী গুগলিয়েলম মার্কোনি।
ও আমাদের সন্তানেরা
ভাগ্যের চাকা ঘুরানো আর সন্তান দের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে অনেকেই মাতৃভুমি আর নাড়ীর টান উপেক্ষা করে প্রবাস জীবন বেছে নেন। এই জীবন মোটেই সহজ নয়। এই বাবা- মায়ের বিসর্জিত সুখ, অদম্য প্রচেষ্টা আর ত্যাগ তিতীক্ষা শুধুই আদরের সন্তানদের ঘিরে। স্কুল, কলেজ আর ইউনিভার্সিটির গন্ডি পেরিয়ে সন্তান যখন স্বপ্ন পূরণ করে প্রবাসে নিজের অস্তিত্ব রক্ষায় বীরদর্পে অবতীর্ণ হয় তখন বাবা-মা তাদের অতীত ভুলে যান, সুখে- আনন্দাশ্রু আর অবিশ্বাস্য অনুভুতির প্রকাশ ঘটে। যা পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে সুফল বয়ে আনে, প্রবাস জীবনে নিজেদের গ্রহন যোগ্যতা বহু অংশে বেড়ে যায়। এমনই ইতালির বলোনীয়া শহরে দুই কৃতি সন্তান এর সাফল্য তুলে ধরছি।
২০২৪ সালে Anty Sincia Aloysino, এই বিশ্ববিদ্যালয় থেকে Master in Building Engineering/Architecture ডিগ্রী সম্পন্ন করে। যোসেফ গমেজ ও শিশিলিয়া গমেজের নাতনি, অনুপ ও সম্পা গমেজের বড় মেয়ে অন্তী বর্তমানে পরিবারের সাথে বলনিয়া নিবাসী ।
২০২১ সালে গ্লরিয়া চন্দ্রা মধু, গ্র্যাজুয়েশন করছে labor law (Employemet Consultancy) শ্রম আইন বিষয়ে । বর্তমানে তিনি Human Resources Administrator ,EU (Consultant of labor law ) হিসাবে PHOENIX PHARMA (EU) তে কর্মরত রয়েছেন। গ্লরিয়া, মজেস ও বিনা মধু এর একমাত্র সন্তান ও বলনিয়া নিবাসী।
বলনিয়া বিশ্ববিদ্যালয় এর মত একটি প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে এই সাফল্যে বাংলাদেশ খ্রিস্টান এসোসিয়েশন ইউরোপ এর পক্ষ থেকে আমরা অন্তী ও গ্লরিয়া কে জানই অনেক অনেক অভিনন্দন ও শুভ কামনা। তোমাদের নিয়ে আমরা গর্বিত, ও তোমাদের পথ অনুসরণ করে আরও অনেকে বলনিয়া সহ ইউরোপ এর অন্যান্য বিশ্ববিদ্যালয় গুলো থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের ও বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এ কামনা সব সময়।